বাংলাদেশের প্রথমবারের মতো কাজী এগ্রো লি. পোল্ট্রি শিল্পের জন্য সুইজারল্যান্ডের সুইস স্টেট অব দ্য আর্থ টেকনোলজি দ্বারা সম্পূর্ণ অটোমেটিক যন্ত্রপাতির সমন্বয়ে স্থাপন করেছে অত্যাধুনিক আন্তর্জতিক মানসম্পন্ন প্রিমিক্স প্লান্ট। যার যন্ত্রপাতি আমদানি করা হয়েছে বুহ্লের সুইজারল্যানন্ড থেকে।
পাশাপাশি স্থাপন করা হয়েছে অত্যাধনিক ও আন্তর্জাতিক মানের যন্ত্রাংশের সমন্বয়ে পরীক্ষাগার। যাতে আমদানিকৃত সকল প্রকারের কাঁচামাল (ভিটামিন, মিনারেল) এবং উৎপাদিত পণ্যের সঠিক পরীক্ষার মাধ্যমে কঠিন মাননিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এই স্থাপিত প্রিমিক্স প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা প্রতিঘন্টায় ৪ মেট্রিক টন। যা বেস্টমিক্স বিডি লিমিটেড (BESTMIX BD LTD) নামে বাজারজাত করা হবে।
গত ২৮ অক্টোবর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হিরেশ রাজন রঞ্জন ভৌমিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. মো. শাফিউল আহাদ সরদার (সহকারী পরিচালক, জেলা কৃষি প্রজনন সেন্টার, টাঙ্গাইল) ডা. মো. আব্দুর রশিদ ( উপপরিচালক সেন্ট্রাল পোল্ট্রি ফার্ম), ডা. আতাউর রহমান (প্রকল্প পরিচালক ডিএলএস), কৃষিবিদ আওয়াল হক (জেলা পশুসম্পদ কর্মকর্তা, টাঙ্গাইল) কাজী এগ্রো লি. এর প্রিমিক্স প্লান্ট পরিদর্শন করেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন