প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বিভাগীয় উপ-পরিচালক নুরুল আমিনের মৃত্যু, বিভিএ’র শোক

880

বাংলাদেশের ডেইরী সেক্টরের প্রাণপুরুষ, প্রথিতযশা ভেটেরিনারিয়ান, সকল খামারিদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, রেনেটা এনিম্যাল হেলথ বিভাগের কনসালটেন্ট, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বিভাগীয় উপ-পরিচালক ডা. মো. নুরুল আমিন করোনায় আক্রান্ত হয়ে মারা (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)গেছেন। সোমবার ভোর ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ডেইরী সেক্টরের প্রাণপুরুষ, প্রথিতযশা ভেটেরিনারিয়ান, সকল খামারিদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, রেনেটা এনিম্যাল হেলথ বিভাগের কনসালটেন্ট, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বিভাগীয় উপ-পরিচালক ডা. মো. নুরুল আমিন আজ ভোর ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলের প্রিয় ডা. মো. নুরুল আমিনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

ফার্মসএন্ডফার্মার/১০আগস্ট২০