নিয়োগ বিধিমালায় ডিভিএম ডিগ্রি অন্তর্ভুক্ত না করায় সিভাসু’র শিক্ষার্থীদের মানববন্ধন

141

প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারি) নিয়োগ বিধিমালা, ২০২৩ এ নির্দিষ্ট কয়েকটি পদে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রিধারীদের উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদনের সুযোগ না রাখায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতি।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সিভাসু’র ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতির সহ-সভাপতি হাসিবুর রহমান সাকিব অভিযোগ করে বলেন, সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারি) নিয়োগ বিধিমালা, ২০২৩ এ অ্যানিমেল প্রোডাকশন অফিসার, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, পশুপালন কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, জ্যু-অফিসার এবং সহকারী ব্যবস্থাপক পদসমূহে উপযুক্ত যোগ্যতা থাক সত্ত্বেও ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি।

সাকিব বলেন, বর্তমানে দেশের ৭ টি বিশ^বিদ্যালয় থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী ডিভিএম ডিগ্রি নিয়ে বের হচ্ছে। এই সকল শিক্ষার্থীদের প্রতি এই ধরণের অবহেলা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। তিনি অবিলম্বে এ নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিভিএম ডিগ্রি অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।