প্রাণিসম্পদ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে বিশ্বব্যাংক দেবে ৫শ মিলিয়ন ডলার

410

 
World-Bank-Logo

ঢাকা: প্রাণিসম্পদ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে বিশ্বব্যাংক ৫শ মিলিয়ন ডলার সহযোগিতা দেবে বাংলাদেশকে। সহযোগিতার আওতায় ২ মিলিয়ন পরিবারভিত্তিক কৃষক, ক্ষুদ্র ও মাঝারি কৃষি উদ্যোক্তরা আরো ভালো বাজার সুবিধা পাবেন।

বুধবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বিশ্বব্যাংকের সাথে সরকারের এ সংক্রান্ত এক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।

শেরেবাংলা নগর জাতীয় অথনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমদ ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রধান ডেনডান চেন।

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার আওতায় বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে ৫ বছর রেয়াতিসহ ৩০ বছর মেয়াদে ১ দশমিক ২৫ শতাংশ সুদে এবং দশমিক ৭৫ শতাংশে সার্ভিস চার্জে এই ঋণ দেবে।

এতে দেশের প্রাণিসম্পদ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন প্রকল্পটি আরো বেশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে সক্ষম হবে। এর ফলে এই সেক্টরে টেকসই উন্নয়নসহ সরবরাহ বৃদ্ধি পাবে।

আগামী ২০২১ সালে দেশে বছরে ডিমের ঘাটতি হবে ১ দশমিক ৫ মিলিয়ন এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদন ঘাটতি হবে প্রায় ৬ মিলিয়ন টন। প্রকল্পটি দেশে ডিম, দুগ্ধজাত পণ্য ও মাংসের বিদ্যমান ঘাটতি পূরণে সহায়তা করবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন