রাজধানীর ফকিরাপুলে বিভিন্ন পশুর মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ এবং ভ্যাকসিন বিক্রির দায়ে অ্যাডভান্স অ্যানিমেল সায়েন্স কোং লিমিটেডের এমডিসহ ছয় কর্মকর্তাকে দুই বছর করে জেল দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কোম্পানিটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ফকিরাপুলে ডিআইটি এক্সটেনশন এভিনিউয়ের চতুর্থ তলায় থাকা এই প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযানের শেষে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ওই প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভ্যাকসিন জব্দ করা হয়েছে। যার মধ্যে অনেকগুলোর মেয়াদ ২০১২-১৩ সালেই শেষ হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ছয় কর্মকর্তাকে দুই বছর করে জেল দেয়া হয়েছে।
মেয়াদোত্তীর্ণ এই ওষুধ ও ভ্যাকসিন গরু, মহিষ, ছাগল, মুরগিসহ বিভিন্ন প্রাণীকে খাওয়ানো হলে। আর এসব পশুর মাংস খেলে শরীরে মারাত্মক রোগব্যাধি দেখা দিতে পারে বলে জানান তিনি।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ