ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩৫ জেলার ২০৯ উপজেলার বোরো ধান, ভুট্টা, সবজি, পাট, পানসহ ৬৩ হাজার হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এই পরিমাণ জমিতে সারের জন্য আর্থিক ক্ষতি হয়েছে ৩৮ কোটি টাকার।
তবে, সরকারের নানা পদক্ষেপে জানমাল ও ফসলের ক্ষতি কম হয়েছে বলে মনে করেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৭ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী।
মন্ত্রী বলেন, ক্ষতি পুষিয়ে উঠতে আপাতত চাল এবং আলু রপ্তানি বন্ধ রাখা হবে। তবে, চলতি বোরো ধান যদি কৃষকরা সঠিকভাবে ঘরে তুলতে পারে, তাহলে আমাদের প্রয়োজনীয় চাল রেখে রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, ফনীর কারনে ৪৯ হেক্টর কৃষি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত ৬৩ হাজার ৬৩ হেক্টর জমির কৃষকের ক্ষতি পুষিয়ে উঠতে প্রণোদনা হিসেবে ১৩ হাজার ৬৩১ জন কৃষককে ৩৮ কোটি ৫৪ লাখ ২ হাজার ৫শ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
এর আগে, গত ৪ মে জাতীয় দুর্যোগ সাড়া সমন্বয় কেন্দ্র জানিয়েছিল, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে ৫৩ হাজার একর ফসল নষ্ট হয়েছে। ১৩ হাজার বসত-বাড়ি ভেঙে গেছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন