ফরিদপুরের চরভদ্রাসনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

366

k2
হারুন-অর-রশীদ,ফরিদপুর থেকে: ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার সকাল হতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএম আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ্তিময়ী জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দীন খালাশী, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মোতালেব মোল্যা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, মেলা উপলক্ষে স্টল উদ্বোধন, বিনামূল্যে ফলদ বৃক্ষ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া আগামী তিন আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে বলে জানান কর্তৃপক্ষ।

নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড-২০১৭ পেলেন আনোয়ার হোসেন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম