ফরিদপুরের বোয়ালমারীতে ব্যক্তিগত শক্রতায় প্রাণ গেল মাছের!

314

 মাছের সাথে শত্রুতা 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়লামারী পৌরসভার রেলস্টেশন সংলগ্ন পুকুরে কে বা কারা বিষ দিয়ে ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ময়না ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য পলাশ বিশ্বাস তেলাপিয়া মাছের পোনা চাষের জন্য ছোলনা গ্রামের রুবেল শেখের নিকট থেকে ১ বছরের জন্য আড়াই বিঘার পুকুরটি লিজ নেয়।

পলাশ বিশ্বাস জানান, সোমবার রাত ১২টার দিকে ছোলনা গ্রামের ভ্যানচালক মো. নূর ইসলাম মোবাইল ফোনে জানায় তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। কেউ শক্রতামূলক এই জঘন্য কাজ করেছে। এতে আমার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। পানি পরীক্ষা শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

ফামর্সএন্ডফার্মার২৪/জাকির