ফরিদপুরে উপসহকারী কৃষি অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

476

Capture
বকুল হাসান খান
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক সরেজমিন উইং কৃষিবিদ চন্ডি দাস কুন্ডু।

সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এর উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আনোয়ার হোসেন ।

দুই দিনব্যাপী গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও ফরিদপুর জেলার ৩০জন উপসহকারী কৃষি অফিসার অংশ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে শেষে অতিথিরা সদর ও নগরকান্দা উপজেলার ধান, গম ও পাঠ বীজের মাঠ পরিদর্শন করেন।

ফার্মসএন্ডফার্মার/০৪মার্চ২০