হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে: পটল চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের চাষিরা। অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন পটল চাষে। ভাল ফলন আর দামের পাশাপাশি সারা বছর চাহিদা থাকায় লাভবান হচ্ছেন কৃষক।
ফরিদপুর সদরের শোলাকুন্ডু গ্রামের শতাধিক কৃষক বিষমুক্ত পটল চাষ করে ভাগ্যের চাকা ঘুড়িয়েছেন। জমি তৈরি থেকে শুরু করে বীজ, জৈব সার, বালাইনাশক, মাচাসহ এক বিঘা জমিতে পটল আবাদে খরচ হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। আর ফলন ভাল হলে তা বিক্রি করে আয় হয় দেড় থেকে দুই লাখ টাকা।
রোপনের তিন মাসের মধ্যে পটল তোলা শুরু হয়, আর তা তোলা যায় এক টানা নয় মাস। এ এলাকার পটল নিরাপদ ও বিষমুক্ত হওয়ায় আশে পাশের অনেক মানুষ ক্ষেত থেকেই পটল কিনে নিয়ে যান।
নিরাপদ সবজি চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী।
জানা যায়, ফরিদপুরে চলতি মৌসুমে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এর মধ্যে পটল চাষ হয়েছে দু’শ হেক্টর জমিতে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন