ফলের মাছি পোকা ও দমন ব্যবস্থাপনা

1621

ফলের মাছি পোকা ও দমন ব্যবস্থাপনা

ফলের মাছি পোকার আক্রমণে ফল নষ্ট হয়ে যায়। মাছি পোকা দমনের জন্য প্রথমে জমি আগাছা মুক্ত রাখতে হবে।
প্রাথমিক অবস্থায় জৈবিক পদ্ধতি মেনে চলতে পারেন। তা হলো –
১) ফেরোমেন ফাঁদ (কিউ ফেরো) প্রতি ২.৫ শতাংশ জমির জন ১টি স্থাপন করতে হবে।
২) আঠালো ফাঁদ স্থাপন করেও দমন কমানো যায়। কিন্তু এই পদ্ধতি তে শতভাগ ফলাফল পাওয়া যায় না। যারা বানিজ্যিক ফসল উৎপাদন করেন তাদের জন্য পরামর্শ হলো-

১) লারভিন/ সেভিন/ ডেসিস/ রিপকর্ড/ এমারন/ সবিক্রন/… জাতীয় যে-কোন একটি কীটনাশক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
যে-কোন পরামর্শে নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপজেলা কৃষি অফিস” এ যোগাযোগ করুন।

ফার্মসএন্ডফার্মার/২৬এপ্রিল২০