ফলের মাছি পোকা ও দমন ব্যবস্থাপনা

2705

ফলের মাছি পোকার আক্রমণে ফল নষ্ট হয়ে যায়। মাছি পোকা দমনের জন্য প্রথমে জমি আগাছা মুক্ত রাখতে হবে।

পোকা চেনার উপায় :
পূণাঙ্গ পোকার আকার সাধারন মাছির মতোই হয়, পাখা স্বচ্ছ, পা হলুদ, পেট ত্রিকোনাকার ও বাদামি, ঘাড়ের মাঝে লম্বা লম্বি হলদে একটা দাগ আছে।

ক্ষতির ধরণ :
এ পোকার আক্রমণে কচি অবস্থায় ফল নষ্ট হয়ে যায়। এ পোকা কচি ফলে ডিম পাড়ে, পরবর্তীতে ডিম থেকে পোকা বের হয় এবং ফলের ভিতর খেয়ে নষ্ট করে ফেলে।

দমন ব্যবস্থা :
প্রাথমিক অবস্থায় জৈবিক পদ্ধতি মেনে চলতে পারেন। তা হলো –
১) ফেরোমেন ফাঁদ (কিউ ফেরো) প্রতি ২.৫ শতাংশ জমির জন ১টি স্থাপন করতে হবে।
২) আঠালো ফাঁদ স্থাপন করেও দমন কমানো যায়।
কিন্তু এই পদ্ধতি তে শতভাগ ফলাফল পাওয়া যায় না।
যারা বানিজ্যিক ফসল উৎপাদন করেন তাদের জন্য পরামর্শ হলো-
১) সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
২।লারভিন/ সেভিন/ ডেসিস/ রিপকর্ড/ এমারন/ সবিক্রন/… জাতীয় যে-কোন একটি কীটনাশক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

পূর্ব-প্রস্তুতি :
জমি পরিস্কার পরচ্ছন্ন রাখুন । উত্তমরুপে জমি চাষ দিয়ে পোকার পুত্তলি পাখিদের খাবার সুযোগ করে দিন।

অন্যান্য :
কচি ফল কাগজ বা পলিথিন দিয়ে ঢেকে দিন । প্রথম ফুল আসা মাত্র প্রতি ১০ শতাংশের জন্য ৩ টি হারে কুমড়াজাতীয় ফসলের ফেরোমন ফাঁদ স্থাপন করুন।আম বা খেজুরের রসে সামান্য বিষ মিশিয়ে তা জানালা কাটা বোতলে রেখে দিয়ে জমির মাঝে মাঝে ফাঁদ হিসেবে স্থাপন করুন।পাকা মিষ্টি কুমড়া বা কুমড়া জাতীয় ফল ১০০ গ্রাম কুচি কুচি করে কেটে তাতে সামান্য বিষ ( যেমন- সপসিন ০.২৫ গ্রাম ) মিশিয়ে তা দিয়ে বিষটোপ তৈরী করে মাটির পাত্রে মাঝে মাঝে ফাঁদ হিসেবে স্থাপন করুন।

ফার্মসএন্ডফার্মার/২৯মে২০