ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা

2778

অসম্ভব রোগ প্রতিরোধি ও ডিম পারার জন্য ফাউমি মুরগি পালন বেশ জনপ্রিয়। সোনালি মুরগির প্যারেন্টস স্টক তৈরীতে ফাউমি মুরগি পালন করা হয়ে থাকে। সাধারণভাবে ফাউমি মুরগি বেশ কিছু রোগ প্রতিরোধি। যেমন ম্যারেক্স ডিজিজ। তবে ফাউমি মুরগির খামার করতে চাইলে আপনাকে বেশ কিছু রোগের প্রতিরোধ ব্যাবস্থা নিতে হবে।

রোগ প্রতিরোধ ব্যবাস্থার জন্য ভ্যাকসিন দেয়া একটি কার্যকারী পন্থা। আপনার খামারকে রোগ মুক্ত ও নিরাপদ রাখতে চাইলে সঠিকভাবে ভ্যাকসিন শিডিউল ও জৈব নিরাপত্তা মেনে চলার পরামর্শ দেয়া হলো।

নিচের টেবিলে ফাউমি মুরগির একটি প্রস্তাবিত ভ্যাকসিন সিডিউল দেয়া হলো।

ফাউমি মুরগির প্রস্তাবিত টিকাদান কর্মসূচি
বয়স রোগের নাম ভ্যাকসিনের নাম প্রকৃতি প্রয়োগ পদ্ধতি
১-৩ দিন রাণীক্ষেত+ ব্রংকাইটিস আইবি+ এনডি লাইভ চোখে ফোঁটা
৭-৯ দিন গামবোরো আই বি ডি লাইভ ফুখে ফোঁটা
১৬-১৭ দিন রাণীক্ষেত ল্যাসোটা লাইভ চোখে ড্রপ
১৮-২০ দিন গামবোরো আই বি ডি লাইভ খাবার পানিতে
২৪-২৮ দিন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1) কিল্ড চামড়ার নিচে ইনজেকশন
৩০-৩৫ দিন ফাউল পক্স ফাউল পক্স ডি এন এ লাইভ ডানায়সূচ ফুটানো
৬-৭ সপ্তাহ রাণীক্ষেত এনডি কিল্ড ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৮ সপ্তাহ ফাউল কলেরা ফাউল কলেরা কিল্ড নির্দেশনা মোতাবেক
৯ সপ্তাহ ইনফেকশাস করাইজা, সালমোনেলা করাইজা + সালমোনেলা কিল্ড
লাইভ নির্দেশনা মোতাবেক
১২ সপ্তাহ ফাউল কলেরা ফাউল কলেরা কিল্ড নির্দেশনা মোতাবেক
১৫-১৬ সপ্তাহ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1) কিল্ড চামড়ার নিচে ইনজেকশন
১৬ সপ্তাহ করাইজা, সালমোনেলা, রাণীক্ষেত, ব্রংকাইটিস জি + এনডি +আইবি কিল্ড নির্দেশনা মোতাবেক
ফাউমি মুরগির ভ্যাকসিন সিডিউল
বিশেষ নোটঃ
প্রতি ৬ মাস অন্তর রানীক্ষেত কিল্ড ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন টাইটার কমে গেলে লাইভ ভ্যাকসিন করা যেতে পারে। সালমোনেলা রোগের ভ্যাকসিন প্রয়োগ করার পূর্বে মুরগি সালমোনেলা মুক্ত কিনা পরীক্ষা করে নিলে ভ্যাকসিন কার্যকর হয়ে থাকে।

উল্লেখ্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ভ্যাকসিন বাজারজাত করে থাকে। এক্ষেত্রে রোগের নাম অনুযায়ী ভ্যাকসিন নির্বাচন করতে হবে।

এলাকা আবাহাওয়া, মুরগির স্বাস্থ ইত্যাদি বিবেচনায় উল্লেখিত ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে।

ফার্মসএন্ডফার্মার/ ১৯মার্চ ২০২২