ফাউল টাইফয়েড প্রতিরোধ এবং চিকিৎসা

439

ডাঃ মোঃ কামরুজ্জামান; ফাউল টাইফয়েডকে চিকিৎসা পর্যন্ত নেওয়া যাবে না। চিকিৎসায় ফাউল টায়ফয়েড যেমন ব্যয়বহুল তেমনি উৎপাদন ও ব্যহত হয়। তাই ফাউল টাইফয়েডকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ফাউল টাইফয়েডকে প্রতিরোধ করার জন্য নিম্নের বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে।

১। এমন হ্যাচারী থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে যাদের বাজারে সুনাম আছে এবং র্দীর্ঘদিন যাবৎ মোটামুটি পুলুরামে আক্রন্ত কম এমন বাচ্চা সরবরাহ করে আসছে।
২। ফার্মের বায়োসিকিউরিটি অবশ্যই উন্নত করতে হবে। ফার্মে উন্নতমানের খাবার এবং পানি সরবরাহ সকরতে হবে। ফার্মে যাতে ইঁদুরের প্রাদুর্ভাব কম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৩। ফার্মে নিয়মিত জীবাণুনাশক সহযোগে স্প্রে করতে হবে, যাতে সরাসরি বাইরের কেউ প্রবেশ করতে না পারে , সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
৪। ফার্মে ই-কলাই এর আক্রমণ কম রাখার জন্য অবশ্যই বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে । পানিতে ব্লিচিং পাউডার মিশ্রিত করে পানি ই-কলাই মুক্ত করে সরবরাহ করাই উওম।
৫। ফার্মের সালমোনেলার প্রাদুর্ভাব কমিয়ে রাখার জন্য প্রতি ১০০ কেজি খাবারে নিম্নের প্রডাক্টগুলো ধারাবাহিকভাবে ব্যবহার করলে ভাল ফলাফল ফাওয়া যাবে-
(ক) সালমোটক্সঃ ২০০ গ্রাম প্রতি ১০০ কেজি খাবারে মিশ্রিত করে প্রতিমাসে ৭ দিন ব্যবহার করতে হবে।
(খ) টকসাকিলঃ ২০০ গ্রাম প্রতি ১০০ কেজি খাবারে মিশ্রিত করে প্রতিমাসে ১০ দিন ব্যবহার করতে হবে।
(গ) বায়োমাইসিনঃ ১০০ গ্রাম প্রতি ১০০ কেজি খাবারে মিশ্রিত করে পর পর ৭ দিন ব্যবহার করতে হবে প্রতি মাসে।
(ঘ) নিওভেট প্লাসঃ ৭৫ গ্রাম প্রতি ১০০ কেজি খাবারে মিশ্রিত করে পর পর ৬ দিন ব্যবহার করতে হবে।