‘ফার্মস অ্যান্ড ফার্মার শ্রেষ্ঠ ডেইরি খামারী অ্যাওয়ার্ড-২০১৯’ এর জন্য ভিডিওচিত্র আহ্বান

346

ক্রেস্ট

পোলট্রি, ডেইরি, মৎস্য ও কৃষি সেক্টরের সর্বশেষ খবর সবার আগে ফার্মস অ্যান্ড ফার্মার২৪ডটকম নিয়মিত প্রচার করার পরিপ্রেক্ষিতে সেক্টরে সুধীমহলে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই ধারাকে আরো গতিশীল করার লক্ষ্যে ফেইসবুক পেইজ “মাটি ও মানুষের কথা” এর যাত্রা শুরু করেছে। মাটি ও মানুষের কথা পেইজের লিংক-(https://www.facebook.com/Shafiqul-Islam-2023323831277104/)

দেশের ডেইরি শিল্প নিয়ে আগামী ১ জুলাই ২০১৯ “ফার্মস অ্যান্ড ফার্মার শ্রেষ্ঠ ডেইরি খামারী অ্যাওয়ার্ড-২০১৯” প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় আপনার ডেইরি খামারের মোবাইলে ধারণকৃত ৫ মিনিটের একটি ভিডিও চিত্র এবং নাম-ঠিকানা ও সংক্ষিপ্ত বর্ণণাসহ আমাদের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের পাঠানো ভিডিওর মধ্য থেকে যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ ৭ ডেইরি খামারীকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

মেইল বা ইমো নাম্বারে ভিডিও পাঠানোর জন্যঃ
ইমো নাম্বারঃ ০১৯৯৯-৯৩৮১১১
ই-মেইলঃ [email protected]
বিস্তারিত জানতে কল করুন : শফিকুল ইসলাম: ০১৯৯৯-৯৩৮১১১, মোমিন: ০১৭২৪-২১৫৪৮৫

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন