ফার্মস এ্যান্ড ফার্মার ২৪.কম’র পক্ষ হতে WPSA- BB’র নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন

383

[su_slider source=”media: 4312,4307,4306,4305,4304,4303,4302,4301,4300,4299,4298,4297,4296,4295,4294″ title=”no” pages=”no”] [/su_slider]

ফার্মস এ্যান্ড ফার্মার ২৪. কম ডেস্ক: সদ্য নির্বাচিত ওয়ার্ল্ড পোল্ট্রি সায়ন্সে এসোসয়িশেন-বাংলাদশে শাখা’র (WPSA) নেতৃবৃন্দের প্রতি ফার্মস এ্যান্ড ফার্মার ২৪.কম’র পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিশ্বাস, তাঁদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের পোল্ট্রিশিল্প অরো এক ধাপ এগিয়ে যাবে। খামারিরা হবে সম্পদশালী, দেশ হবে সমৃদ্ধ। উল্লেখ্য, গত ২২ এপ্রিল সংগঠনের ২০১৭-১৮ মেয়াদের নির্বাহি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নারিশ পোল্ট্রির পরিচালক আলহাজ শামসুল আরেফিন খালেদ সভাপতি এবং এভোন এনিম্যালহেলথ্’র  এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  মাহবুব হাসান সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুণঃনির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পদগুলো হলো সিনিয়র সহ-সভাপতি পদে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  আবু লুৎফে ফজলে রহিম খান, সহ-সভাপতি যথাক্রমে প্যারাগন গ্রুপের পরিচালক ইয়াসমিন রহমান ও এ্যাক্সন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে ডিএলএস’র এবিএম খালেদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে জিমস্ টেক ইন্টারন্যাশনাল’র ম্যানেজিং পার্টনার ডা. এম. আলী ইমাম, নির্বাহি পরিষদে সদস্য পদে এনিম্যাল হাজবেন্ড্রি কোটা থেকে নির্বাচিত তিন জন সদস্য হলেন যথাক্রমে ডায়মন্ড চিকস্ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) কৃষিবিদ জনাব আসাদুজ্জামান মেজবা, কেমিনের সেলস্ ম্যানেজার কৃষিবিদ ফয়েজুর রহমান (ফয়েজ) এবং বিএলআরআই’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. সাজেদুল করিম সরকার। অন্যদিকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিতরা হলেন ভেটেরিনারি সায়েন্স কোটা হতে শ্রেষ্ঠ ফিডের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) ডা. আবুল খায়ের, Elanco Bangladesh Limited এর মার্কেটিং হেড  ডা.এ কে এম হুমায়ুন আরেফিন, PnP Link এর সিইও  ডা. বিপ্লব কুমার প্রামানিক আর কাজী ফার্মস’র এজিএম (ফিড অপারেশন) শাহরিয়ার হাসান সুলভ , Elanco Bangladesh Limited এর Country Director  তসলিম-উল-আলম এবং এসিআই এনিমেল হেলথ্’র  বিজনেস ডিরেক্টর মোহাম্মদ শাহীন শাহ। অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রফেসর ড.নূর মোহাম্মদ তালুকদার।