‘ফার্মারস ফার্স্ট’ স্লোগানে “নারিশ”-এর পরিবেশক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত

891

[metaslider id=”9432″]

জমজমাট আয়োজনে ‘ফার্মারস ফার্স্ট’ স্লোগানে ১৭ এপ্রিল মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি ব্সুন্ধরায় দেশের পোল্ট্রি সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানি ‘নারিশ’ – এর পরিবেশক সম্মেলন -২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

ডা. এসএমএ যশ -এর মনোমুগ্ধকর পরিচালনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কোম্পানির মহাব্যবস্থাপক (বিক্রয় ও বাজারজাতকরণ) মো. সামিউল আলিম স্বাগত বক্তব্যে নারিশ-এর খাদ্য ও বাচ্চার মানের ব্যাপারে যে আপোষহীন সেটি একটি ভিডিও ক্লিপের মধ্য দিয়ে তুলে ধরেন।

অনুষ্ঠানে পরিবেশকদের পক্ষ থেকে ব্রয়লার ফিড নিয়ে বক্তব্য দেন, চট্টগ্রাম লোহাগড়া থেকে আগত এমএস পোল্ট্রি ফিডের স্বত্ত্বাধিকারি তৈয়ব তাহের। লেয়ার ফিড নিয়ে বক্তব্য দেন পাবনা থেকে আগত ভাই ভাই পোল্ট্রি ফিডের স্বত্ত্বাধিকারী সৈয়দ মোন্তাজ আলী এবং ফিস ফিড ডিলারদের পক্ষ থেকে বক্তব্য দেন হাজি মো. হাতেম আলী, যশোর। তাদের মতামত দাবি-দাওয়া নিয়ে বক্তব্য প্রদান করেন।

ডিলারদের দাবি- দাওয়া এবং চাওয়া-পাওয়া নিয়ে বক্তব্য দিতে এসে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লি. এর পরিচালক সামসুল আরেফিন খালেদ বলেন, দেশের পোল্ট্রি শিল্প বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে নগদ অর্থ সংকটকে অন্যতম কারণ বলে মনে করেন।

তিনি বলেন, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, অচিরেই এই অবস্থার অবসান হবে।

তিনি আরও বলেন, নারিশ সরকারের প্রতি শ্রদ্ধা এবং দেশের ১৬ কোটি মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে পোল্ট্রি খাদ্যে কোন এন্টিবায়োটিক ব্যবহার করছে না।

খামারীদের দাবি- দাওয়ার বিষয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় ভুট্টা, সয়াবিন, মিট অ্যান্ড বোনমিলসহ বেশ কিছু কাঁচামালের মূল্য কেজিতে প্রায় ৬টা বৃদ্ধি পেয়েছে। খামারীদের কথা চিন্তা করে নারিশ গত বৎসরের তুলনায় তাদের খাদ্যমূল্য বৃদ্ধি করে নাই।

অনুষ্ঠানে মধ্যমনি নারিশ পোল্ট্রির অ্যান্ড হ্যাচারি লি. এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান খালেদ বলেন, আপনাদের (ডিলার ) এবং পোল্ট্রি সেক্টরের আমার সুভাকাঙ্ক্ষিদের দোয়ায় আল্লাহ রহমতে আজ আমি সুস্থ অবস্থায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, নারিশ শুধু ব্যবসার উদ্দেশ্যে নয়, দেশের ১৬ কোটি মানুষের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৯৯ সালে ব্যবসা শুরু করে যা বর্তমান খামারীদের আস্থার প্রতীক। আমাদের এই ধারাকে অব্যাহত রাখতে আপনাদের ভূমিকা রাখতে হবে।

মধ্যাহ্ন ভোজরে পর বিভিন্ন ক্যাটাগরিতে সারা দেশ জুড়ে যেসব ডিলাররা পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিড শীর্ষ স্থান অর্জন করেছেন, তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/শফিকুল ইসলাম/মোমিন