ফার্মা এবং ফার্মের আয়োজনে হাঁস-মুরগির স্বাস্থ্যসেবা ও ভ্যাকসিন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত

407

ফার্মা এবং ফার্মের আয়োজনে হাঁস-মুরগির স্বাস্থ্যসেবা ও ভ্যাকসিন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের স্বনামধন্য প্রাণিপুষ্টি, প্রাণিটিকা ও স্বাস্থ্যপন্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ফার্মা এবং ফার্ম এর আয়োজনে হাঁস-মুরগির স্বাস্থ্যসেবা ও ভ্যাকসিন সম্পর্কিত (Seminar on poultry healthcare & Vaccine) এক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতেই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ পেশাজীবিদের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপর  কোম্পানীর পরিচালক ইমরান হাসান আনসারি সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে স্বাগত জানান।

সেমিনারে প্রথম পর্যায়ে পোল্ট্রি হেলথকেয়ার এবং ভ্যাকসিন নিয়ে বিস্তারিত আলোচনা করেন চীফ অপারেটিং অফিসার ডা. খন্দকার হেলাল উদ্দীন, টেকনিক্যাল আলোচনা পর্বে পোল্ট্রির ফিড কস্ট নিয়ে আলোচনা করেন কিমিন ইনক কোরিয়া প্রতিনিধি ডা. হেলেন চোই এবং পোল্ট্রি ফার্ম বায়োসিকিউরিটি নিয়ে বিষদ আলোচনা করেন শিনিল বায়োগেন কোম্পানি লিমিটেড কোরিয়ার প্রতিনিধি ড. সিনুং নাম ।

দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা করেন চুং আং ভ্যাকসিন ল্যাব কোম্পানী লিমিটেড এর প্রতিনিধি ড. ইউনাক জেওন। পরে মাঠ পর্যায়ে গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন ডা. এমদাদুল হক চৌধুরী, ডা. হাদি নূর আলি খান।

 

এছাড়া, উক্ত সেমিনারে সারাদেশে থেকে আগত দেড় শতাধিক পোল্ট্রি, প্রাণি ও পুষ্টি বিশেষজ্ঞ এবং পেশাজীবিরা উপস্থিত ছিলেন ।