ফার্মের ব্রয়লার মুরগীর হার্বাল মেডিসিন এবং ভিটামিনের যোগানদাতা ধনিয়া পাতা, যেভাবে তৈরি করবেন

393

প্রাকৃতিক উপাদান ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আপনার ফার্মের ব্রয়লার মুরগীর হার্বাল মেডিসিন এবং ভিটামিনের যোগানদাতা হিসেবে।

নির্যাস সংগ্রহঃ ২৫০ গ্রাম ধনিয়া পাতা পিষে যে রস বের হবে তা সংগ্রহ করুন বোতলের মধ্যে।মুরগীর খাবার পানিতে ২ মিলি ১ লিটার হিসেবে ধনিয়া রস মিশ্রণ করুন।চিনি যোগ করুন ৪০ গ্রাম প্রতি লিটার হিসেবে।খাবার পানির সাথে ভালো করে মিলিয়ে মুরগীকে পানি দিন।

সতর্কীকরণঃ
★এই নির্যাস ২/৩ দিন ব্যবহার করতে পারেন।

★বাচ্চার বয়স ১০ দিন হওয়ার পরে এটা ব্যবহার করা যাবে।

★পানি সরবরাহ করার পর সর্বোচ্চ ৩-৪ ঘন্টা পানি রাখতে পারবেন।

কি কাজে লাগে ধনিয়া পাতার নির্যাসঃ

– ধনিয়া পাতা হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে এবং বার্ডের পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে।

– ধনিয়া পাতার ফ্যাট স্যলুবল ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ’ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে।

– ধনিয়া পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা অনেক উপকারী।

– ধনিয়া পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা শরীরের গঠনে খুবই প্রয়োজন।

– ধনিয়া পাতায় রয়েছে ভিটামিন কে যা মুরগী’র জন্য অতীব প্রয়োজনীয়।

ফার্মসএন্ডফার্মার/১২সেপ্টেম্বর২০