ফার্মের মাটির মেঝে জীবানুমুক্ত করবেন যেভাবে

336

সাধারণত কয়েক ব্যাচ মুরগী পালন করার পর মাইক্রোবিয়াল লোড বৃদ্ধির কারণে প্রত্যেকটি খামারের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে। এক্ষেত্রে যাদের খামারের মেঝে মাটি দিয়ে তৈরী তাদের খামারে মাইক্রোবিয়াল লোড দ্রুত বৃদ্ধি পায় এবং উৎপাদন ক্ষমতাও দ্রুত হ্রাস পায়। ফলে খামার থেকে প্রোফিটের পরিমান হ্রাস পেতে থাকে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে যাদের খামারের মেঝে মাটি দিয়ে তৈরী তারা কয়েক ব্যাচ মুরগী পালন করার পর খামারের মেঝে থেকে ইঞ্চি খানেক মাটি কোদাল দিয়ে তুলে অন্যত্র ফেলে দিতে হবে। এবং অন্য কোথাও থেকে মাটি এনে খামারের মেঝে ভরাট করে দিতে হবে। এরপর যথানিয়মে জীবানুনাশক, চুন, ব্লিচিং পাউডার ব্যবহার করে খামার জীবানুমুক্ত করতে হবে।

প্রতি ৪-৬ মাস অন্তর অন্তর খামারের মেঝে থেকে মাটি তুলে ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে ভরাট করে দিলে খামারে মাইক্রোবিয়াল লোড হ্রাস পায় এবং খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।

ফার্মসএন্ডফার্মার/০৭ফেব্রুয়ারি২০২১