ফার্মে কি কি সমস্যা থাকার কারণে বিভিন্ন রোগ হচ্ছে

332

ফার্মে কি কি সমস্যা থাকার কারণে বিভিন্ন রোগ হচ্ছে

ফার্মে বিভিন্ন সমস্যা থাকার কারণে বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে যার কারণে ভাল প্রডাকশন হচ্ছে না।তাছাড়া কাংক্ষিত ওজন পাচ্ছে না।

১।বিভিন্ন বয়সের মুরগি এক সাথে পালা হচ্ছে যার কারণে রোগ গুলো ফার্ম থেকে শেষ হচ্ছে না,বড় গলো থেকে ছোটতে যাচ্ছে।বড় গুলো সুস্থ মনে হলেও আসলে এগুলো জীবানূ বহন করতেছে এবং রোগ ছড়াচ্ছে।

২। ব্রলারের অধিকানংশ সেডের ফ্লোর টা পাকা না।যার কারণে জীবাণুমুক্ত করণ সম্বব হচ্ছে না।কাচা হলে উপর থেকে১/৪ ইঞ্ছি মাটি তুলে ফেলে দিতে হবে।

৩।খাবার ও পানির পাত্র পরিস্কার করে রোদে শুকাতে হবে,পর্দা,ওয়াল,বাল্ব,ব্রুডার পরিস্কার করতে হবে।

পরিস্কারের নিয়ম গুলো মানা হচ্ছে না।

৪।৫০০ ফিটের মধ্যে ফার্ম থাকলে এক সাথে মুরগি তুলতে হবে এবং একই নিয়মে সব করতে হবে সম্বব হলে।কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

৫. ব্রয়লার ১৫দিন গ্যাপ দিয়ে তুলতে হয় ।কোন কারণে রানিক্ষেত,আমাশয়,এ আই,গাম্বোরু,আই বি,মেরেক্স,টাইফয়েড হলে ২-৩ মাস গ্যাপ দিয়ে মুরগি তুলতে হবে।

৬।লিটার ভাল রাখতে হবে,১ম ১০-১৫দিন তূষ দিতে হবে।

৭।পর্দা সিস্টেম ঠিক করতে হবে,পর্দা নিচ থেকে উপরে তুলার সিস্টেম করতে হবে।

ভিতরে গ্যাস করা যাবে না।

৮।ভাল কোম্পানীর বাচ্চা ও খাবার দিতে হবে

৯।ব্রুডিং টা ভাল করতে হবে।

১০।ফার্ম টির অবস্থান,উচ্চতা,লোকেশন ঠিক থাকতে হবে।

১১।আপনি যদি আমার সিস্টেম অনুযায়ী চালাতে পারেন করতে পারেন অথবা আমি যেভাবে বলবো সেভাবে ফার্ম চালাতে হবে,আমার সহযোগিতা পেতে হলে পোল্ট্রি খামারী ট্রেনিং গ্রুপের মেম্বার হতে হবে।০১৭১৭৩০০৭০৬।।।

ফার্মসএন্ডফার্মার/ ১৩জুন ২০২১