ফুলবাড়ীতে জমকালো ভাবে উদযাপিত হল বিশ্ব খাদ্য দিবস-২০১৯

462

খাদ্য দিবস

কর্মেই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্ক্ষিত ক্ষুধামুক্ত পৃথিবী’’ এই প্রতি্পাদ্যকে সামনে রেখে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস- ২০১৯ পালন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ব খাদ্য দিবস পালনে ফুলবাড়ী উপজেলা চত্ত্বর থেকে এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, ফুলবাড়ী ওয়াল্ডভিশন প্রোগ্রাম অফিসার প্রদিপ রায় প্রমূখ।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ