ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

328

সার

দিনাজপুরের জেলার ফুলবাড়ীতে খরিপ মৌসুমে মাসকলাই চাষ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে, খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ করে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল।

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী সভাপতিত্ব করেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ