ফুল ঝরা, ফল ফাটা এবং ফলের আকার বিকৃত হওয়ার কারণ

781

বোরন সারের অভাবে বিভিন্ন শস্য ও ফলে বোরনের ঘাটতিজনিত নানা রকম সমস্যা দেখা যায়। নিম্নে বোরনের অভাবজনিত লক্ষণগুলো দেওয়া হলোঃ

বোরনের অভাবজনিত লক্ষণসমূহঃ
বোরন সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যায় কম আসে।
বোরনের অভাবে সবজি বা ফল গাছের ফুল ঝরা বেড়ে যায়।
ফল আকারে ছোট হয় এবং ফেটে যায়। এছাড়াও ফলের ( পেঁপে, কাঁঠাল, পেয়ারা ) আকার বিকৃত হয়ে অপরিপক্ক অবস্থায় ফল ঝরে যায়।
গাছে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দেওয়ার পরও অনেক সময় কচিপাতা নেতিয়ে পড়া অবস্থায় থাকে।
ফুলকপি ও বাঁধাকপির পাতা সজীবতা হারিয়ে ফেলে এবং ফুলকপির কাডবিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায়।
গাছের কাণ্ডের শীর্ষ ভাগ বা গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যায় বা মরে যায়।
বোরনের অভাবে মূলা ও বীটের ভিতরে অংশে কালো পচন দেখা যায়। কুমড়ো জাতীয় ফসলের কান্ড ফেটে যায় এবং সূর্যমুখীর ফুলে চিটে দানা হয়ে থাকে।
তেল ও ডাল জাতীয় ফসলের পডে (সরিষা, মসুর, মটরশুঁটি) দানার সংখ্যা কম যায় এবং দানা অপুষ্ট হয়। এছাড়া বোরনের ঘাটতি বেশি হলে পচনজনিত ক্ষত তৈরি হতে পারে।
আখের পাতার শীর্ষ ভাগে ও কোনায় পুড়ে যাওয়ার মতো অনুসর্গ পরিলক্ষিত হতে পারে।
বোরনের ঘাটতি তীব্র হলে গমের শীষে, ভুট্টার মোচায় দানা তৈরি না হওয়া এবং ফুলে পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হয়ে বন্ধাত্ব দেখা দিতে পারে।
বোরন সারের কার্যাবলিঃ
গাছের কোষপ্রাচীর শক্ত করে, শিকড় ও ডগার বৃদ্ধি ঘোটায়।
গাছের পরাগায়ন ও নিষিক্তকরণে সহায়তা করে।
বোরন আম, লিচু, কলা ইত্যাদি ফলের ফেটে যাওয়া রোধ করে।
বোরন সার ফুলের বিকাশ ও ফলের বৃদ্ধিতে সহায়তা করে।
আলুকে দাঁদ রোগ থেকে রক্ষা করে এবং ধানে চিটা হওয়া ও দাগ পড়া কমে যায়।
শিম,ডাল ও তেল জাতীয় দানাদার ফলের দানার গঠনে এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে।
সার প্রয়োগের মাত্রা বা পরিমাণ: সাধারণত ফলগাছে ফুল আসার পূর্বে বোরন সার প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। ছাদবগানের জন্য ছোট টবে ১/২ চা চামচ, বড় টবে ১ চা চামচ এবং হাফড্রামে ১ টেবিল চামচ দিতে হবে। এক্ষেত্রে টবের উপরের মাটি এক/দেড় ইঞ্চি তুলে টবের ভিতরের মাটির সাথে সার ভালো করে মিশানোর পরে ঐ তুলে রাখা মাটিগুলো ঝুরঝুরে করে ভালোভাবে টবে ঢেকে দিতে হবে।
ফল বৃদ্ধির সময় লিবরেল জিংক বা বাজারে প্রাপ্ত অন্যান্য জিংক ১ গ্রাম/লিটার এবং বোরন বা সলুবোর বোরন (বোরাক্স/ বরিক এসিড) অথবা বাজারে প্রাপ্ত অন্যান্য বোরন সার ২ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে ২০-২২ দিন পর প্রথমবার এবং ৪০-৪৫ দিন পর ২য় বার স্প্রে করলে ফল ঝরে পড়া ও ফাটা উভয় সমস্যা কমে যায়।
যেসব গাছে ১২মাস ফল থাকে সেসব গাছে ২মাস পর পর বোরন সার স্প্রে করতে হবে। সেসব গাছ বছরে একবার ফল দেয় ঐ গাছে বছরে ১ বার প্রয়োগ করতে হবে। আবার যেসব গাছে বছরে দুইবার ফল ধরে সেসব গাছে ফুল আসার এক মাস আগে ১ বার বোরন প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে।

সংগৃহীত

ফার্মসএন্ডফার্মার/০৮অক্টোবর২০