‘ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ ধূমপান’

সিভাসু’র সেমিনারে বিশ্বখ্যাত ক্যান্সার গবেষক স্যার ওয়াল্টার বদমার

65

ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ ধূমপান বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত জিনতত্ত্ববিদ ও ক্যানসার গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার অ্যান্ড ইমিউনোজেনেটিক্স ল্যাবের প্রধান স্যার ওয়াল্টার বদমার। আজ সোমবার বিকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত ক্যান্সার বিষয়ক এক সেমিনার তিনি এ মন্তব্য করেন।

বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ক্যান্সার আসলে কি এবং কিভাবে আমরা এটি মোকাবেলা করতে পারি’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার গবেষক স্যার ওয়াল্টার বদমার । সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ ) দপ্তর উক্ত সেমিনার আয়োজন করে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে স্যার ওয়াল্টার বদমার বলেন, ফুসফুস এবং অন্যান্য কিছু ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান। তাই এসব ক্যান্সার প্রতিরোধ করতে হলে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। স্থূলতাও অনেক ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদির কারণ উল্লেখ করে তিনি বলেন, এসব রোগ থেকে রক্ষা পেতে খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতন হতে হবে।
স্যার ওয়াল্টার বদমার আরও বলেন, ২০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ি বিভিন্ন ভাইরাস-যা টিকা এবং চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে।
সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভাসু’র উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোসতাক ইবনে আইয়ুব।