ফ্রেঞ্চ বীন চাষ পদ্ধতি

1445

88995792_1389877711185200_1506214055403061248_n
ফ্রেঞ্চ বীন ভারতবর্ষে খুবই জনপ্রিয় এবং ব্যাপকভাবে উৎপাদিত সবজি. ডাল হিসেবেও এর জনপ্রিয়তা রয়েছে. সাধারণত মহারাষ্ট্র,হিমাচল প্রদেশ,উত্তরপ্রদেশ,জম্মু কাশ্মীর,এবং উত্তরবঙ্গের জেলা গুলোতে ব্যাপক ভাবে চাষ করা হয়.

মাটি :-

ভালো জলনিকাশী ব্যাবস্থাযুক্ত, দোআঁশ মাটি বা কাদা দোআঁশ মাটি এবং PH ৫.৫ – ৬.০ থাকলে সেই মাটিতে ভালো ফলন পাওয়ায়.

জাত:-

ঝোপ (ঝাটি ) গাছ :- পুসা পার্বতী, বউনটিফুল, অর্ক সুবিধা,সূর্য, পান্থ অনুপম,অর্ক কোমল, O . T – 1 ইত্যাদি.

লতানো গাছ :- কেন্টুকি ওয়ান্ডার, পেন্সিল, পুসা হিমলতা, BLUE LACK ইত্যাদি.

বোনার সময় :-

গ্রীস্ম – ফাল্গুন – চৈত্র,
বর্ষা – জ্যৈষ্ঠ – আসার,
রবি – কার্তিক – অগ্রহন,

বীজের হার:-

ঝোপ গাছের জন্য:- ২০ – ৩০ কেজি প্রতি একর.
লতানো গাছের জন্য:- ১০-১৫ কেজি প্রতি একর.

বীজ বসানোর দূরত্ব :-

ঝোপ গাছের জন্য:- ১.৫ ফুট * ২ ইঞ্চি,
লতানো গাছের জন্য:- ৩ ফুট * ৩ ইঞ্চি,

বীজ শোধন:-
বীজ বসানোর ২৪ ঘন্টা আগে

TRICHODARMA VIRIDE @ 4-5 GM /1KG
CARBENDAZIM 50% WP 2 GM / 1 KG

সার প্রয়োগ :-

জমির মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সার ব্যাবহার করা উচিৎ. সাধারণত বলা যায় একর প্রতি ৪ টন জৈব সার ও মূলসার হিসাবে একর প্রতি ১৫ কেজি না:,২৪ কেজি ফ: ২৪ কেজি প: এবং চাপান সার হিসাবে ৫ কেজি না : এবং গা কেজি প : ফুল আসার সময় প্রয়োগ করা হয়.এর সাথে প্রয়োজন মতো অনুখাদ্য ব্যাবহার করতে হবে.

ফলন :-

বীজ বোনার ২ মাস পর থেকে পরবর্তী ২ মাস পর্যন্ত ফসল তোলা যায়.

ফসল তোলা :-

সবজির জন্য – বীন সাধারণত জাত অনুযায়ী ৪০-৫০ দিন পর থেকে সবজির জন্য তোলা যায়.ফসল খুব সকালে বা বিকেলের পর তোলা ভালো.

ডাল হিসাবে :- বীন ১২৫-১৩০ দিনের মাথায় তোলা যায় এই সময় গাছের কান্ড কেটে দেওয়া হয় এবং জমিতেই ফেলে রাখা হয় যার ফলে দানার রঙের পরিবর্তন হয় এবং দানা পুষ্ট ও শক্ত হয় আর পাতা গুলো ঝরে পড়ে।

ফার্মসএন্ডফার্মার/০৫মার্চ২০