দক্ষ খামারিবৃন্দের জন্য বকনা পালন একটি খুবই লাভজনক প্রকল্প। দুগ্ধ ছাড়ার পর্যায়ে আছে, ৮-১০ মাস বয়সের সংকর জাতের বকনা ক্রয় করতে হবে।
দুগ্ধ খামারে বেশী বয়সের গাভী ছাটাই করে নতুন গাভী দিয়ে শূন্য পূরণ একটি নিয়মিত কাজ। এ ক্ষেত্রেও বকনা পালন গুরুত্বপূর্ণ।
সাধারনত সংকর জাতের বকনা ১২-১৪ মাসে গরম হয়। যদিও এ সময়ে সে পূর্ণ বয়সপ্রাপ্ত ওজনের ৭০-৮০ % অর্জন করে, তবুও তা সুস্থ বাচ্চা উৎপাদনের জন্য যথেষ্ট। তবে এ সময়ে উক্ত বকনার পুষ্টি চাহিদা পূরণ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যে সমস্ত বকনা ২২-২৪ মাস বয়সে প্রথম বাচ্চা দেয়, তারা সাধারণত প্রতি বছর একটি করে বাচ্চা দেয় যা দুগ্ধ খামারের জন্য ভালো।
বেশির ভাগ ক্ষেত্রে ভালো নিউট্রিশন বকনাকে প্রজনন পর্যায়ে নিয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে হরমোন প্রয়োগ প্রয়োজন হয়। এক্ষেত্রে ১ম হিটে প্রজনন না করাই ভালো।
২য় হিটে বকনাকে প্রজনন করালে গর্ভবতী হবার সম্ভাবনা বাড়ে। তাছাড়া বর্তমান বাজারে একটা ভালো সংকর জাতের গাভী যেখানে ১৫০০০০-২০০০০০ টাকা সেখানে ৫০০০০-৭০০০০ টাকায় একটি বকনা পাওয়া যায়।
তাই বকনা পালন দিয়ে শুরু করতে পারেন।
লেখক: সহকারী ব্যবস্থাপক, মিল্ক ভিটা।
ফার্মসএন্ডফার্মার/১৬এপ্রিল২০