[su_slider source=”media: 3894,3895″ title=”no” pages=”no”] [/su_slider]
মো. আব্দুল্লাহ-হিল-কাফি, বগুড়া থেকে: খরিফ-১ মৌসুমে উফশী আউশ নেরিকা ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় গত ৩০ মার্চ বগুড়ার নন্দীগ্রামউপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন স্থানীয় সাংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা’র সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান একে আজাদ। উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহা. মশিদুল হক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিএন সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকবকুল হোসেন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আউশ আবাদে মূল্যবান ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কম হয়। ফলে এটি পরিবেশ বান্ধব। এছাড়া আউশ আবাদ বাড়িয়ে জনসংখ্যা বৃদ্ধি মোকাবেলার মাধ্যমে খাদ্য নিরাপত্তা ধরে রাখা সম্ভব। তিনি আরো বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ইতিমধ্যে আমাদের দেশ খাদ্য রপ্তানি করেছে, আর আউশে আবাদ সম্প্রসারণ হলে চাল রপ্তানি আরো বেড়ে যাবে। উল্লেখ্য, ২ হাজার ৫৪০ জন সুবিধাভোগি প্রত্যেক কৃষকের মাঝে আউশবীজ ৫ কেজি, নেরিকা বীজ ১০ কেজি এবং উভয় জাতের জন্য ইউরিয়া ২০ কেজি, ড্যাপ ১০ কেজি, এমওপি ১০ কেজি, সেচ সহায়তার জন্য ৪০০ টাকা। এছাড়াও নেরিকার জন্য আগাছা বাবদ অতিরিক্ত ৪০০ টাকা বিতরণ করা হয়।