বগুড়ার শাহজাহানপুরে খামারিকে হত্যা করে ৩ গরু ও ছাগল লুট

326

গরু

বগুড়ার শেরপুরে শাহজাহান আলী (৬০) নামে এক খামারিকে হত্যা করে তিনটি ষাঁড় গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খামারী শাহজাহান ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুস সামাদ প্রামানিকের ছেলে শাহজাহান আলী ভবানীপুর বাজারের পশ্চিমপাশে গরু ও ছাগল কিনে লালন পালন করে পরে আবার তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তিনটি গরু ও একটি খাসি লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসীর সংবাদে শেরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।

শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যবাহত রয়েছে।