বগুড়ার সারিয়াকান্দিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ইউনিয়ন এগ্রিকালচারাল সার্ভিস সেন্টার উদ্বোধন করেন সংসদ সদস্য

357

[su_slider source=”media: 3941,3942″ title=”no” pages=”no”] [/su_slider]

কৃষিবিদ মো. আব্দুল্লাহ-হিল-কাফি, বগুড়া থেকে: গত ৩ মার্চ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা হলরুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ইউনিয়ন এগ্রিকালচারাল সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। খরিপ-১ মৌসুমে উফশী আউশ নেরিকা ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫ শত ৯৫ জনকৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার এবং কুমড়া ফসলের জন্য সেক্স ফেরোমোন বিতরণ’র উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান’র সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসা. সাহাদারা মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) খাদ্য উইং’র পরিচালক কৃষিবিদ মো.আবদুল আজিজ ফারাজী, জেলা প্রশিক্ষণ আফিসার কৃষিবিদ মোহা. কামাল উদ্দিন তালুকদার, প্রকল্প পরিচালক কৃষিবিদ শামীম আহমেদ এবং এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আউশের আবাদ বৃদ্ধি হলে খাদ্য নিরাপত্তা ধরে রাখা সম্ভব। এছাড়া আউশ ধান উৎপাদনে বৃষ্টির পানি ব্যবহার করা যায়। ফলে মূল্যবান ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমে। তিনি কৃষকদের আরো নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি কাজ করার জন্য আহবান জানান। তিনি ইউনিয়ন এগ্রিকালচারাল সার্ভিস সেন্টার সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেন এবং বর্তমান কৃষিবান্ধব সরকারের এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি অবহিত করেন। অনুষ্ঠানে সুবিধাভোগী প্রত্যেক কৃষকদের মাঝে আউশ চাষের উপকরণ বাবদ আউশ বীজ ৫ কেজি, নেরিকা বীজ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, ড্যাপ ১০কেজি, এমওপি ১০ কেজি, সেচ সহায়তার জন্য ৪০০ টাকা, ও নেরিকা জাতের আগাছা দমনে আরো ৪০০ টাকা বিতরণ করা হয়।