বগুড়ায় কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

341

কৃষক2

আল আমিন মন্ডল, বগুড়া থেকে: ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বুধবার বগুড়ার গাবতলী কাগইল মাদরাসা কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী সিআইজি ও নন সিআইজি কৃষকদের মধ্যে টেকলোলজি শেয়ারিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেহেদী হাসান।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন ও মোছা. শিবলী খন্দকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাদৎ হোসেন, মোছা. জান্নাতুন মহল তুলি, মোছা. সাহিদা খাতুন, আদর্শ কৃষক মোস্তাফিজার রহমান, মাহফুজুল হক সুইট, আবু বক্কর সিদ্দিক ও শাহজাহান আলী প্রমুখ।

প্রশিক্ষণে ১শ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন