আল আমিন মন্ডল, বগুড়া থেকে: বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল হাইব্রিড ধান এ জেড ৭০০৬ এর মাঠ দিবস শনিবার বগুড়া গাবতলীর নেপালতলী কাশিহাটা গ্রামে অনুষ্ঠিত হয়।
বন্যা সহনশীল হওয়ায় এ ধান লাগানোর পর ১২ দিন ৮ফিট পানির নিচে ডুবে থাকার পরেও কোনো ক্ষতি হবে না। পাশাপাশি এ জেড ৭০০৬ ধানের বিএলবি প্রতিরোধী ও উচ্চ ফলনশীল হওয়ার ফলে এ ধানের জীবনকাল ১২০দিন থেকে ১২৫ দিন। ফলন প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ। যেখানে মাঠের অন্য সকল জাতের ধান নষ্ঠ হওয়ার পরেও কৃষকরা পুনরায় এখনো চারা রোপন করছে।
মাঠ দিবসে বক্তব্য দেন, বায়ার ক্রপ সাইন্সের কৃষিবিদ শামীম হোসাইন, বগুড়া বিডিএম কৃষিবিদ গৌতম দাস, টেরিটরি অফিসার ফিরোজ হোসাইন, ফিল্ড এ্যাসিসিয়ট ও পরিবেশক শহিদুল ইসলাম সাজু, কৃষক মন মোহন প্রমুখ।
রাজশাহী শহরের বর্জ্যে দূষিত হচ্ছে গ্রামের বারনই নদী
নিউজবাংলাদেশ.কম/এমএস