বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ডিম দিবস’ পালিত

366

bogra-age day

সারা দেশের মতো নানান আয়োজনে বগুড়ায়ও পালিত হলো বিশ্ব ডিম দিবস-২০১৮।

শুক্রবার (১২ অক্টোবর) এ উপলক্ষে ভেটস এসোসিয়েশন অফ বগুড়া’র আয়োজনে একটি র‌্যালি বের হয়।

সকালে র‍্যালি শেষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব ডিম দিবস এর আলোচনা অনুষ্ঠান হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান।
এখানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা, বাংলাদেশ আওয়ামী লীগগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দিন, বগুড়া পোল্ট্রি ওনার’স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন ।

উক্ত আলোচনা অনুষ্ঠানে ডিমের গুণাগুণ ও দেশের আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি সেক্টরের অবদান নিয়ে আলোচনা করা হয়।

dim

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিএ রাজশাহী বিভাগের সভাপতি ডা. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ রায়হান, ভেটস এসোসিয়েশনের সভাপতি ডা. রিপন কুমার মণ্ডল এবং সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন থানার প্রাণিসম্পদ কর্মকর্তা ও বগুড়া জেলার লাইভস্টক সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডার ও খামারিরা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম