বগুড়ায় বোরো সংগ্রহ অভিযান শুরু

351

বগুড়া
বগুড়া: জেলায় বগুড়ায় বোরো সংগ্রহ অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ।

মঙ্গলবার জেলা সদরের খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় এবছর সর্বাধিক চাল সংগ্রহ হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন আহম্মেদ।

তিনি আরো জানান, জেলায় এ বছর ৯২ হাজার ৫৩৯ মেট্রিক চাল সংগ্রহ করা হবে।

বগুড়ায় এ বছর ১ লাখ ৮৯ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৪০ মেট্রিক টন চাল। জেলায় এবার প্রায় ৮ লাখ টন বোরো চাল উৎপাদন হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুলচন্দ্র সরকার।

নিউজবাংলাদেশ.কম/মোমিন