বগুড়ায় লাল তীর সিডের হাইব্রিড টমেটো মিন্টু প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস পালিত

518

মাঠ-দিবস-001
আল আমিন মন্ডল, বগুড়া (গাবতলী) থেকে: সোমবার বগুড়ার গাবতলী নেপালতলী ডওর মাদরাসা মাঠে লাল তীর সীড লিমিটেড বগুড়া আঞ্চলিক অফিসের আয়োজনে হাইব্রিড টমেটো মিন্টু প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

মাঠ দিবস উপলক্ষে হাইব্রীড টমেটো মিন্টু ক্ষেত পরিদর্শন ও কৃষকদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড চেয়ারম্যান ও মাল্টিমোড গ্রুপের এক্সিকিউটিব অফিসার বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু।

এ উপলক্ষে গাবতলী উপজেলা সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, লাল তীর সীড লিমিটেড বগুড়া নর্থ ওয়েস্ট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ আবু রায়হান, পিডিএস ম্যানেজার ইমদাদুল হক, টেরিটরি ম্যানেজার আব্দুস সালাম, অ্যাসিসটেন্ট ম্যানেজার জাকির হোসেন, লাইফস্টক ম্যানেজার মহিবুল্লাহ, সফল চাষি মাসুম, ডিলার বেলায়েত।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউসুফ আলী, বিএনপি নেতা আতিক, নজমল, মকবুল, আতোয়ার, মিজু, মমিন, মতি, গোল্লা, যুবদল নেতা হারুন, রিপন, রুহিন, জাহিদুল, ছাত্রদল নেতা পলাশ, সফল কৃষক ঠান্ডু, জোবেদুল, নয়ন ও গৌরচন্দ্র প্রমুখ। লাল-তীর

উল্লেখ্য, এ বছরে গাবতলী উপজেলায় টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২শ ৩০ হেক্টর জমিতে। এরমধ্যে ২শ হেক্টর জমিতে ৬শতাধিক কৃষক হাইব্রীড টমেটো মিন্টু জাত চাষ করেছে। এবছরে মিন্টু টমেটো বাম্পার ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষক পরিবার খুব খুশি। এছাড়াও গাবতলী উপজেলা কৃষি নির্ভর এলাকা হওয়ায় বেশিরভাগ কৃষক শীতকালিন সবজি হিসাবে হাইব্রিড টমেটো মিন্টু চাষ করেছে।

কৃষকরা হাইব্রিড টমেটো মিন্টু চাষে বিপ্লব ঘটিয়েছে। ফলে ডওর গ্রামের কৃষকরা মিন্টু টমেটো চাষ করে লাভবান হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন