বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বরিশালে আমের চারা বিতরণ

364

বঙ্গবন্ধুর ছবি

আগামী বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে গতকাল বরিশালের বাবুগঞ্জের ধুমচর ফিরোজা হাবিবা নুরানী মাদ্রাসায় আম গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস এম নাহিদ বিন রফিক, নুরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. সরোয়ার হোসেন, আনোয়ার উদ্দিন আলিম মাদ্রাসার শিক্ষক মো. মকবুল হোসেন, আদর্শ কৃষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে মাদ্রাসাপ্রাঙ্গণে গাছের চারা লাগানো হয়। রোপণ শেষে পরবর্তী পরিচর্যা, সার ব্যবস্থাপনা এবং রোগ- পোকা দমন সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেয়া হয়। এর আগে বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী মো. সাজ্জাদুল ইসলাম, উপ-আঞ্চলিক পরিচালক মো. আনছার উদ্দিন, উপ-বার্তা নিয়ন্ত্রক মো. মোহসিন মিয়া, উপ-আঞ্চলিক প্রকৌশলী আবদুলস্নাহ নুরুস সাকলাইন, সহকারী পরিচালক খালিদ মাহমুদ, মো. শফিকুল ইসলাম প্রমুখ।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ