বদরগঞ্জে (রংপুর) ব্রিধান ২৮’র নমুনা শস্য কর্তন  অনুষ্ঠিত

412

Bodorgonj

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২৮ এপ্রিল রংপুরের বদরগঞ্জস্থ কালুপাড়া ইউনিয়নের জামুবাড়ি ব্লকের কৃষক মজিদুল ইসলামের জমিতে চলতি অর্থ বছরের আবাদকৃত ব্রিধান ২৮’র নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবর রহমান সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায়  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পারিচালক মো. শাহআলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আফতাব হোসেন, অতিরিক্ত উপপরিচালক মো. জিয়াউল হক ও উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো.শফিকুল ইমলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। কর্তনকৃত ব্রিধান ২৮’র হেক্টর প্রতি গড়ফলন হয়েছে ৫.০৩ মে.টন (ধানে) এবং ৩.৩৫ মে.টন (চালে)। অনুষ্ঠানে  দু’শতাধিক  কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।