দিনাজপুর থেকে: বন্যার্তদের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ১ দিনের বেতন প্রদান করেছেন।
দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য ও পুনর্বাসনের জন্য এ অর্থ প্রদান করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম জানান, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১ দিনের বেতন দান করেছেন।
শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছে। মানবিক মূল্যবোধের প্রেরণায় বিশ্ববিদ্যালয়ের সকলে দায়িত্ব পালন করছেন বলে উপাচার্য জানান।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম