বরগুনায় পৌনে দুই কোটি টাকার ৮৫ লাখ চিংড়ি পোনা উদ্ধার

308

পোনা

বরগুনা: জেলার পাথরঘাটায় র‌্যাব, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাগদা চিংড়ির ৮৫ লাখ পোনা উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে অভিযান চালিয়ে এসব পোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা ৮৫ লাখ পোনার বাজার মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।

সোমবার সকালে সেগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মাহবুবুল আলম শাকিল ও র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের ডিএডি দেলোয়ার হোসেন জানান, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী পাথরঘাটার চরদুয়ানী বাজারে ৩৬টি আড়তে তল্লাশি চালিয়ে ৯৭ পাতিল (বড় বড় আকারের হাঁড়ি) ভর্তি বাগদা চিংড়ির পোনা উদ্ধার করে। অভিযান টের পেয়ে পোনা ব্যবসায়ী ও আহরণকারীরা পালিয়ে যায়।

পাথরঘাটার ইউএনও মো. হুমায়ুন কবির জানিয়েছেন, ৮৫ লাখ পোনা চরদুয়ানী নদীতে অবমুক্ত করা হয়েছে। পরে উন্মুক্ত নিলামে ৯৭টি পাতিল ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন