বরিশালের বাবুগঞ্জে ভুট্টা উৎপাদনের ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত

325

বরিশালনাহিদ বিন রফিক, বরিশাল থেকে: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (আরএআরএস), ইউএসএআইডি এবং আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র’র (সিমিট) যৌথ আয়োজনে গত ১১ মে বরিশালের বাবুগঞ্জস্থ চাঁদপাশায় ভুট্টা উৎপাদনের ওপর এক কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল ওহাবের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সালেহ আহম্মেদ, ড. গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, সিমিটের বরিশাল অঞ্চলের হাব কো-অর্ডিনেটর হিরা লাল নাথ প্রমুখ।

CSISA-MI I IQSPWM – BARI প্রকল্পের মাধ্যমে কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধকরণে এ মাঠদিবসের উদ্দেশ্য।

অনুষ্ঠানে ভুট্টা চাষের সুবিধা এবং লাভের বিষয়গুলো সম্পর্কে চাষিদের ধারণা দেয়া হয়। এছাড়া চাষ কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আগামী বছরে আরো বেশি করে ভুট্টা আবাদের জন্য কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।

এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।