বরিশালে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

331

[su_slider source=”media: 3272,3273,3274,3275,3276″ title=”no” pages=”no”]

বরিশাল থেকে বিশেষ প্রতিনিধি: আজ (০৪ মার্চ) বরিশাল নগরীর সাগরদিস্থ ব্রির সম্মেলন কক্ষে ‘দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপযোগী নব উদ্ভাবিত উফশী জাতের ধান, গম, ভূট্টা উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক কৃষি কর্মকর্তাদের দু’দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প’র উদ্যোগে প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রকল্পের কনসালটেন্ট ড. আবদুল মালেক। প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের হর্টিকালচার স্পেশালিস্ট রতন কুমার মন্ডল, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রমুখ। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফসলের নিরিড়তা শতকরা ১০ ভাগ বাড়ানোর প্রকল্পের যে উদ্দেশ্য তা এগিয়ে চলছে। এর অংশ হিসেবে প্রকল্পভুক্ত পাঁচ হাজার কৃষক সদস্যদের কৃষিকাজে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এলাকার অন্যান্য চাষিরদেরও উৎসাহিত করতে হবে। এতে এ অঞ্চলের জীবনমান উন্নত হবে। সেইসাথে হবে কৃষিসমৃদ্ধের অংশিদার। প্রশিক্ষণে বরিশাল, ঝালকাঠি,পিরোজপুর এবং বাগেরহাট জেলার ৩০ জন উপজেলা কৃষি অফিসার অংশগ্রহণ করেন।