বরিশালে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

428

[su_slider source=”media: 4108,4109,4110,4111″ title=”no” pages=”no”] [/su_slider]

বরিশাল থেকে বিশেষ প্রতিনিধি: ডিএই আয়োজিত খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আঞ্চলিক কর্মশালা আজ (১৭ এপ্রিল) বরিশাল নগরীর ব্রি’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল ওহাব, ডিএই বরিশালের উপপরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিবেন্দ্র নারায়ণ গোপ। বানারীপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই পিরোজপুরের উপপরিচালক আবুল হোসেন তালুকদার, উপপরিচালক তুষার কান্তি সমদ্দার, নলছিটির উপজেলা কৃষি অফিসার মো. সাইদুর রহমান, আমতলীর উপজেলা কৃষি অফিসার এস. এম. বদরুল আলম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আধুনিক চাষাবাদে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের বিকল্প নেই। অতীতে কৃষিশ্রমিকের তেমন কোনো সমস্যা না থাকলেও বর্তমানে এর অবস্থা ভয়াবহ। একদিকে শ্রমিকের স্বল্পতা অন্যদিকে অধিক মজুরি, যে কারণে উৎপাদন খরচ অনেকটা বাড়িয়ে দেয়। এ থেকে উত্তোরণের অন্যতম পথ হলো কৃষিতে যান্ত্রিকীকরণ। এতে শ্রম, সময় এবং অর্থ অনেকাংশে সাশ্রয় হয়। ফসলের অপচয় রোধ করতে সহায়তা করে। চাষাবাদে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান। বরিশাল অঞ্চলের ছয় জেলায় কৃষি যন্তপাতি ব্যবহারের চিত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে কৃষকসহ ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি, ব্রি, বারি, এসআরডিআই, এসসিএ, এটিআই, এসিআই মটরস এবং সিমিট’র বিভিন্ন পর্যায়ের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।