বরিশালে মরহুম কৃষিবিদ মো. জলিলুর রহমান’র স্মরণে দোয়া ও আলোচনা

325

ff

ফার্মস এ্যান্ড ফার্মার২৪.কম ডেস্ক: কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) আয়োজিত মরহুম কৃষিবিদ মো. জলিলুর রহমান’র স্মরণে দোয়া ও আলোচনা সভা গতকাল (৮ মার্চ) বরিশাল নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। তাঁর অতীত কর্মজীবনের কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। সহকর্মিরা বলেন, তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান এবং বিনয়ি মানুষ। দীর্ঘ চাকরিজীবনে একজন মাঠমুখি কর্মকর্তা হিসেবে তিনি সবসময় কৃষকের পাশে থাকতেন। শুধু তাই নয়, ধর্মকর্ম পালনেও অনেক আন্তরিক ছিলেন। এলাকাবাসী তাঁকে একজন নামাজি হিসেবে চেনেন। আলোচনা শেষে মহান আল্লাহ তা’য়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ, এটিআই’র সাবেক অধ্যক্ষ মো. শামসুল আলম, ডিএই বরগুনার উপপরিচালক মো. সাইনুর আজম খান, বিএডিসির উপপরিচালক ড. একেএম মিজানুর রহমান, ডিএই জেলা প্রশিক্ষণ অফিসার মো. ফজলুল হক, কৃষিবিদ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নুরুল আলম, এটিআই’র ঊর্ধ্বতন প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম, মেট্টোপলিটন কৃষি অফিসার ফাহিমা হক, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি)’র বরিশাল অঞ্চল শাখার সভাপতি মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি  রাত ৮ টায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সপ্তম বিসিএস’র কৃষি ক্যাডারের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রথম চাকুরিতে যোগদান করেন এবং মৃত্যুপূর্ব পর্যন্ত বীজ প্রত্যয়ন এজেন্সির সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ফার্মস এ্যান্ড ফার্মার২৪.কম’র পক্ষ হতে দোয়া করি, আল্লাহ যেনো তাঁকে বেহেশ্তবাসী করুন।