বর্ষাকালে গরুর যত্ন

368

এখন বর্ষা চলতেছে এই সময় গরুর রোগব্যাধি বেশি দেখা দেয়। তবে একটু খেয়াল রাখলেই আমাদের আদরের পশুগুলোকে সুস্থ রাখতে পারি।

১. গরুর ঘড় সব সময় পরিষ্কার রাখতে হবে।
২. ঘরে আলো বাতাস চলাচলের ব্যবস্তা করতে হবে।
৩. ঘড়ের মেঝে শুষ্ক রাখতে হবে। তাই বর্ষার সময়ে গরুর গায়ে ও ঘরের মেঝেতে বেশি বেশি পানি ব্যবহার না করাই ভালো।
৪. এসময় FMD বেশি দেখা দেয়। তাই এসময়ে গরুকে প্রতিষেধক টিকা দেয়াটা খুব জরুরি।

৫. বর্ষার সময়ে ভারত হতে বর্ডার ক্রোস করা গরুগুলো রোগ বহন করে বেশি বেশি । তাই খামারকে এসব গরুর হতে দুরে রাখাই উত্তম।
৬. বর্ষার সময় মাঠ হতে কাঁচা ঘাস কেটে আনার সাথে সাথে গরুকে খেতে দেওয়া উচিত নয়। ঘাসকে একটু রোদ বা আলো-বাসাতে শুকাতে
হবে ঘাসের গায়ের পানি না শুকা পর্যন্ত। তারপর খেতে দিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ২২ আগস্ট ২০২১