বর্ষাকালে ভেড়ার যত্নে যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে

819

পশুর মতো ভেড়াকেও যত্ন করতে হয়। কি কি ব্যবস্থা গ্রহণ করলে ভেড়াকে বর্ষাকালে সুস্থ ও সাস্থবান রাখা যায় তা কেউ কেউ জানেন না। চলুন আজকে জেনে নেই বর্ষাকালে ভেড়ার যত্নে যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই বিষয়ে-

বর্ষাকালে ভেড়ার যত্নে যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবেঃ
১। বর্ষাকালে ভেড়ার যত্নে যে বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে সেটি হল ভেড়ার থাকার স্থান বা ঘর। ভেড়ার ঘর এমন হওয়া দরকার যাতে কোনভাবেই ঘরে পানি প্রবেশ করতে না পারে। যদি কোন কারণে ঘরে পানি প্রবেশ করে তাহলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। তা করা না হলে ভেড়ার রোগসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

২। বর্ষায় ভেড়ার যাতে কোন প্রকার খাদ্য সংকট না হয় সেজন্য ভেড়ার থাকার ঘরে খাদ্য প্রদানের জন্য আলাদা একটি জায়গা রাখতে হবে। এতে ভেড়া প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করতে পারবে এবং শারীরিকভাবে সুস্থ ও সবল থাকবে।

৩। বর্ষাকালে ভেড়ার থাকার ঘরে যাতে প্রয়োজনীয় আলো ও বাতাস চলাচল করতে পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভেড়ার ঘরে আলো ও বাতাস চলাচল করতে না পারলে ভেড়া অসুস্থ হয়ে পড়তে পারে।

৪। বর্ষায় ভেড়ার শোয়ার স্থান যাতে শুকনো ও পরিষ্কার থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই সময়ে প্রয়োজনে আলাদা একটি শুকনো বিছানার ব্যবস্থা করে দিতে হবে।

৫। বর্ষাকালে ভেড়া যাতে কোন প্রকার জটিল রোগের দ্বারা আক্রান্ত হতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভেড়াকে টিকা প্রদান করতে হবে। এতে করে ভেড়া মারাত্মক সব রোগের হাত থেকে রক্ষা পাবে।

ফার্মসএন্ডফার্মার/০৮মে২০