বশেমুরকৃবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

333

বশেমুরকৃবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়  (বশেমুরকৃবি)-তে  “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের  কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দ, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. খোরশেদ আলম ভূঁঞা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ