বাঁচতে হলে

541

de99f1dc0c
মো.সাজ্জাদ হোসেন

বাড়ছে মানুষ বাংলাদেশে, বাড়ছে বাড়িঘর;
পাল্লা দিয়ে চাষের জমি কমছে নিরন্তর ।
কদিন আগেও যেই জমিতে হতো ধানের চাষ ,
এখন সেথায় মন্টু মিয়ার মেজো ছেলের বাস ।

ধানের চাতাল, ইটের ভাটা, নতুন বাজার-হাট
খাচ্ছে গিলে শস্যভূমি, ফসলফলা মাঠ ।
এমন ধারা চললে পরে খাদ্য পাবেন কই?
বলুন না ভাই -কোনো উপায় দেখেন কি লাগসই?

অনেক ভেবে একটি উপায় বলেছে সরকার
ফ্ল্যাটবাড়িতে পল্লিবাসীর বাস করা দরকার।
পল্লিগাঁয়ে গড়তে হবে পল্লি জনপদ,
নইলে পরে আসবে দেশে সমূহ বিপদ।

বসত বাড়ুক ঊর্ধ্বদিকে, বাড়তে যদি হয়,
না হয় যেনো আর আবাদি জমির অপচয়।

বাড়ির সাথে থাকবে বায়োগ্যসের আয়োজন,
সোলার প্যানেল, গরুর খামার, আর যা প্রয়োজন।
বাঁচলে কৃষি বাঁচবে কৃষক, বাঁচবে দেশের লোক;
তাই কামনা -এই ধারণার বাস্তবায়ন হোক ।

সবাই মিলে এসব কিছু সফল করা চাই ,
বাঁচতে হলে প্রকল্পটির বিকল্প যে নাই ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম