বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী সোসাইটি (বিএএইচএস)’ এর নতুন কমিটি ঘোষণা

311

বাংলাদেশ-এনিমেল-হাজবেন্ড্রী-সোসাইটি

মো. মাহবুব হাসান  সভাপতি ও  শাহাদত হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী দুবছরের জন্যে বেসরকারি খাতে কর্মরত এনিম্যাল হাজবেন্ড্রী গ্র্যাজুয়েটদের সংগঠণ ‘বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী সোসাইটি (বিএএইচএস)’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রথম বার্ষিক সাধারণ সভায় সংগঠণটির সব সদস্যের মত নিয়ে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে নির্বাচিত অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি শাখায়াত হোসেন, সহ সভাপতি একিউএম শফিকুর রউফ ও মো. জাবেদ হাসান ভূঁইয়া এবং যুগ্ন সম্পাদক মো. ফায়জুর রহমান (ফয়েস), অর্থ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মো. শাহজালাল সরকার, যোগাযোগ সম্পাদক মো. নাজমুস সাকিব, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. জিয়াউর রহমান (বাদল), মহিলা বিষয়ক সম্পাদক ওয়াহেদা পারভীন, প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (রিপন), আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মো. গাউস খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান মেজবাহ্।

কার্যকরি কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিতদের মধ্যে রয়েছেন মো. রফিকুল ইসলাম খান (ডন), মো. নুরু মিয়া, কেএম আবু তালেব, চিরঞ্জীব সাহা, মো. আবদুল মালেক, মো. জাহাঙ্গীর কবির, মো. হুমায়ূন কবির, একেএম আনিসুজ্জামান, মো. জাহিদুল ইসলাম, রিপন সিকদার, মো. শফিকুল হাসনাত (রনি), জ্যোতি বিকাশ, শ্যামল কুমার দাস, এসএম জসিম উদ্দিন এবং মো. ইউনুস আলী।

মো. নুরু মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. লুৎফর রহমান, ফনিন্দ্র নাথ সাহা, মো. রফিকুল ইসলাম খান (ডন), মো. মাহমুদুল হাসান।  এছাড়া সভায় কার্যকরি কমিটিতে ৯ জন উপদেষ্টা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

বার্ষিক সাধারণ সভায় বক্তারা সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আমাদের একসাথে কাজ করতে হবে। সবার বিপদ আপদে যেন সংগঠনটি মুখ্য ভূমিকা রাখতে পারে সেটা বিবেচনায় এনে কাজ করতে হবে। সভায় সংগঠনের আয়-ব্যায়ের হিসেবও তুলে ধরা হয়।

বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রথম পর্যায়ে বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রী সোসাইটির উদ্যোগে সাস্টেইনেবল ডেভলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনে এনিম্যাল হাজবেন্ড্রী গ্র্যাজুয়েটদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় শেসনে সংগঠনটির এজিএমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গগত, দেশের বেসরকারি খাতে কর্মরত এনিম্যাল হাজবেন্ড্রী গ্র্যাজুয়েটদের উদ্যোগে গড়ে তোলা সংগঠনটির কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে। নিবন্ধন পেতে জটিলতার কারণে সংগঠনটি নিবন্ধিত হয় ২০১৭ সালে। এ সময়ে প্রথম কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ছিলো ২৯ সদস্যের।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ