বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নতুন প্রেসিডেন্ট অধ্যাপক ড. আরেফিন

92

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন, বিশিষ্ট কম্পিউটার প্রকৌশলী,  IEEE-এর সিনিয়র সদস্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন কম্পিউটার ও আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)-এর ২০২৩ সালের নির্বাচনে প্রেসিডেন্ট  নির্বাচিত হন। গত ১৬ই ফেব্রুয়ারি (শুক্রবার) ২০২৪ খ্রি. রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজ অনুষ্ঠিত নির্বাচনে তাঁর প্রতিদ্বন্ধী ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ শরীফ উদ্দীন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন ইতোপূর্বে  IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার-এর চেয়ার, ভাইস-চেয়ার (টেকনিক্যাল), ভাইস-চেয়ার (এক্টিভিটি) এবং কনফারেন্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন। ড. মোহাম্মদ সামসুল আরেফিন ২০১৮-২০২০ মেয়াদে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ড. আরেফিন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চট্টগ্রাম ব্রাঞ্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি IEB এবং BCS ফেলো এবং ACM সদস্য। ড. আরেফিন একজন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক। তাঁর গবেষণার বিষয় হল- Privacy Preserving Data Publishing and Mining, NLP, IoT, Big Data Management, Social Network Data Analysis, Green Computing and IT for Education, Agriculture and Environment। বিভিন্ন রেফারড জার্নাল এবং কনফারেন্সে তাঁর একশত সত্তরটির  উপর প্রকাশনা রয়েছে এবং তিনি পঞ্চাশের অধিক Keynote/Invited স্পীচ প্রদান করেছেন। বিভিন্ন সময় অধ্যাপক আরেফিন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং IEB কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট-এর প্রাক-সম্ভাব্যতা যাচাই দলের সদস্য ছিলেন। তাঁর নেতৃত্বে দেশে প্রথমবারের মত বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ড. আরেফিন উল্লেখযোগ্য সংখ্যক ইন্টারন্যাশনাল জার্নালের রিভিউয়ার, কনফারেন্স এবং সিম্পোজিয়ামের অর্গানাইজিং কমিটি, টেকনিকাল প্রোগ্রাম কমিটির সদস্যসহ বিবিধ দায়িত্ব পালন করেছেন। তিনি  BIM ২০২৩-এর জেনারেল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. আরেফিন ইতোপূর্বে ICO-২০২৩ Championship অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি বিভিন্ন বিশবিদ্যালয়ের সিলেবাস প্রণয়নের সাথে সরাসরি জড়িত থেকে OBE-based সিলেবাস প্রণয়নে সার্বিক সহায়তা করেছেন। ডা. আরেফিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, পরীক্ষা কমিটি এবং সিলেকশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। চুয়েটে ড. আরেফিন বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব যথা সিএসই বিভাগের বিভাগীয় প্রধান, ড. কিউ.কে. হল ও শামসেন নাহার খান হলের প্রভোস্ট, নিরাপত্তা উপদেষ্টা, সিএসই বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা কমিটির চেয়ারম্যান, সিএসই বিভাগের পরিকল্পনা কমিটির চেয়ারম্যান, সিএইচএসআর’র সদস্যসহ আরও বহুবিধ দায়িত্ব পালন করেছেন। তিনি চুয়েট বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সদস্য এবং ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন নিয়মিত কলাম লেখক এবং টিভি আলোচক হিসেবেও ড. আরেফিনের ভূমিকা উল্লেখযোগ্য। ব্যক্তিগত ও প্রফেশনাল কাজে ড. আরেফিন ইতোমধ্যে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভুটান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, মিসর, ভারত এবং চীন সফর করেছেন।