বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ হলিধানী শাখার উদ্যোগে ঋণ বিতরণ

1177

কৃষিঋণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে: বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার সাগান্না বাওড়ে সুফলভোগিদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।

এসময়, বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের মহা-ব্যবস্থাপক মোক্তার হোসেন, কুষ্টিয়া নিরীক্ষা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আজমল হোসেন, ঝিনাইদহ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক এনায়েত করিম, ঢাকা প্রধান কার্যালয়ের আইসিটি অপারেশন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক সাহা শংকর প্রসাদ, ঝিনাইদহ আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক আব্দুল মালেক, হলিধানী শাখার উর্দ্ধতন মুখ্য কর্মকর্তা ফারহানা বিলকিস দিনা, ঝিনাইদহ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাগান্না বাওড়ের সুফলভোগি ১০১ জনকে ১০ লাখ ১০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন